বাংলা শিখি বাংলা লিখি [পর্ব: ৮]

দেওয়া না কি দেয়া, নেওয়া না কি নেয়া ?

লেখার ক্ষেত্রে সাধু ও চলিত উভয় রীতিতেই দেওয়া, নেওয়া ব্যবহৃত হয়; দেয়া, নেয়া ব্যবহারের প্রচলন খুবই কম। সাহিত্যিক বুদ্ধদেব বসু তাঁর রচনায় অনেক ক্ষেত্রে দেয়া, নেয়া ব্যবহার করেছেন।

কিন্তু কথা বলার সময় শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে বেশিরভাগ বাঙালিই দেয়া, নেয়া ব্যবহার করে থাকেন।

দেওয়া বা দেয়া, নেওয়া বা নেয়া উভয়ই ব্যবহার করা যেতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে, একই রচনায় যেন দেওয়া ও দেয়া কিংবা নেওয়া ও নেয়া ব্যবহৃত না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top