‘ওনার’, ‘উনারা’, ‘তেনার’, ‘তেনারা’ ইত্যাদি শব্দ ব্যবহার করবেন, না করবেন না ?
১) এগুলি আসলে প্রথম পুরুষের (Third Person) সর্বনাম পদ। এগুলোকে শুদ্ধ প্রয়োগ বলা যায় না। তবে অনেকেই আঞ্চলিক প্রয়োগ অর্থে লিখে থাকেন। এখন তাঁরা জেনে লেখেন, না কি না-জেনে সেটা বলা মুশকিল!
২) শুদ্ধ প্রয়োগগুলি হল— ‘উনি’ সঠিক। কিন্তু ‘উনার’ (বা ওনার) সঠিক নয়, সর্বনামটি আসলে ‘ওঁর’। ‘তিনি’ সঠিক। কিন্তু ‘তেনার’ নয় ‘তাঁর’, ‘তেনারা’ নয় ‘তাঁরা’।
৩) প্রাসঙ্গিকভাবে বলা প্রয়োজন, অনেকে মধ্যম পুরুষ (Second Person) এবং প্রথম পুরুষ (Third Person)-এর সর্বনামের ক্ষেত্রে বিভেদ খেয়াল করেন না। যেমন : মধ্যম পুরুষে ‘যারা’, তারা, ‘যাদের’, ‘তাদের’; কিন্তু প্রথম পুরুষে ‘যাঁরা’, ‘তাঁরা’, ‘যাঁদের’, ‘তাঁদের’।
উদাহরণ : তারা আজ আসবে। তাঁরা আজ আসবেন।
শিক্ষক, সাহিত্যিক ভাষাবিদ। আদ্যোপান্ত বইয়ের সাথেই জুড়ে থাকা একজন সাহিত্যপ্রেমী। অনেক ছোট গল্প ও অনুগল্প সংকলন ওঁর অসামান্য কীর্তি।