কোনো না কোনও, তখনও না তখনো, আজো না আজও— কোনটা লিখবেন?
১) কোনও, এখনও, তখনও, কখনও, কোনওদিন ইত্যাদি
অথবা
২) কোনো, এখনো, তখনো, কখনো, কোনোদিন ইত্যাদি উভয়ই সঠিক। তবে একই লেখাতে যে-কোনও একটি রীতিতেই সব বানান হওয়া বাঞ্ছনীয়।
৩) কিন্তু আজও, কালও লেখাই বাঞ্ছনীয়। আজো, কালো নয়।