সন্ন্যাসী ও তার শিষ্য : শুদ্ধ আচার নয় নিষ্কলঙ্ক মনই আসল

সন্ন্যাসী ও তার শিষ্য – একটি জাতকের গল্প

সন্ন্যাসী ও তার শিষ্য : শুদ্ধ আচার নয় নিষ্কলঙ্ক মনই আসল

এক সন্ন্যাসী ও তার এক শিষ্য একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। তারা হঠাৎ দেখতে পেল, জনমানবহীন নদীর ঘাট সেখানে একটি যুবতী নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার সঙ্গে কিছু কাঠ। সন্ন্যাসী দাঁড়ালেন, বললেন মা কাঁদছো কেন ?

যুবতী বলল: আমি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলাম, কিন্তু কখন সময় চলে যায়, আমি বুঝতে পারিনি, এর মধ্যে এসে দেখি সব লোক চলে গেছে নৌকাও নেই। নৌকা আর এর মধ্যে আসবেনা। এখানে একা থাকতে ভয় লাগছে। যে কোন সময় বাঘ ভাল্লুক আসতে পারে যদি বেচেও যাই তো সকালে কাউকে মুখ দেখাতে পারবনা, সকলে বলবে, কোথায় রাত কাটালাম কে জানে। এতবড় নদী সাঁতার ও কাটতে পারব না।

আরও পড়ুন: ভাল কাজের ফল ভালই হয়

সন্ন্যাসীর মনে করুনা হল, তিনি মেয়েটাকে নিজের ঘাড়ে নিয়ে নদী পার করে দিলেন। শিষ্যকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন। শিষ্য এদিকে ভাবতে লাগল: আমাকে বলে ব্রম্মচর্যের আটটি নিয়ম। স্ত্রী স্পর্শ, চিন্তন, মনন ইত্যাদি নারী নরকের দ্বার। কিন্তু মুখে কিছু বলল না, মুখ ভার করে রইল। রাতে তারা খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাওয়ার সময় সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কি বৎস তোমার কি হয়েছে, শিষ্য বলল না কিছুনা।

সন্ন্যাসী বললেন: না কিছু তো হয়েছে নিশ্চই, তখন থেকে তোমার মন খারাপ দেখছি।
তখন শিষ্য বলল: আমাকে ব্রম্মচর্যের নিয়ম মানতে বলেন, আর আপনি কি করলেন? আপনি মেয়েটির সঙ্গে শুধু কথাই বললেন না, তাকে আবার ঘাড়ে তুল্লেন।

সন্ন্যাসী বললেন “আমি ঘাড়ে তুল্লাম আবার নামিয়ে দিলাম কিন্তু তুই যে এখনও মাথায় নিয়ে আছিস।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top