ডেঞে পিঁপড়ের মন্তব্য – রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ব্যঙ্গ-কৌতুক
দেখো দেখো, পিঁপড়ে দেখো! খুদে খুদে রাঙা রাঙা সরু সরু সব আনাগোনা করছে–ওরা সব পিঁপড়ে, যাকে সংস্কৃত ভাষায় বলে পিপীলিকা। আমি হচ্ছি ডেঞে, সমুচ্চ ডাঁইবংশসম্ভূত, ঐ পিঁপড়েগুলোকে দেখলে আমার অত্যন্ত হাসি আসে।
ডেঞে পিঁপড়ের মন্তব্য – রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ব্যঙ্গ-কৌতুক Read More »