প্রতিটা কাজ হতে পারে শেষ কাজ: শিক্ষণীয় একটি গল্প

প্রতিটা কাজ হতে পারে শেষ কাজ: একটি শিক্ষণীয় গল্প
Picture credit: iStockphoto.com

একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,”স্যার, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।”

তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বললো, “ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে ?” বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজী হয়ে গেল।

কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সব সময় সে বাড়ির চিন্তা করতো।

তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল।

আরও পড়ুন: ছোট্ট জেলে নীল ও তার সমব্যাথী মন

যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো, “এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার।”

এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করলো।

সে মনে মনে ভাবলো, “হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো।

শিক্ষা :- আমরা যদি আমাদের প্রতিটা কাজক শেষ কাজ মনে করে গুরুত্বের-সহিত সম্পন্ন করি তাহলে পুরো জীবনটাই সুন্দর হয়ে উঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top