ঘুলঘুলি – একটি অণুগল্প সংকলন

অণুগল্পের প্রতি আমি বরাবরই আমার একটা আলাদা ভালোবাসা টের পাই। আমার অনেক বন্ধুরাও তা জানেন। সেই ভালোলাগা থেকেই লিখেছি কিছু অণুগল্প; পড়েছি তার চেয়েও অনেক অনেক বেশি। অণুগল্প নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হলেও অনুভব করেছি এই প্রক্রিয়া আরো তরান্বিত হওয়া জরুরি।

ঘুলঘুলি - একটি অণুগল্প সংকলন

সময়ের সংকট ও গতিময়তার কারণে যেমন টেস্ট, ওডিআই হয়ে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি দর্শকদের ঝোঁক বেড়েছে। একইরকমভাবে অণুগল্পও ভবিষ্যতে আরো অনেক বেশি পাঠকপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি। এবং সেটি শুধু তার আকারে ক্ষুদ্র হওয়ার যোগ্যতার কারণে নয়; অণুগল্প ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে তার নিজস্ব নান্দনিকতাকে সঙ্গী করেই।

অণুগল্প বাংলা কথাসাহিত্যের নবীনতম ধারা। তার হাঁটি হাঁটি পা পা অনেক আগেই শুরু হয়েছে। তবে তার যাত্রাপথটিকে সুগম করতে চাই আরো অনেক চর্চার, আরো অনেক অনুশীলনের, আরো অনেক বিশ্লেষণের। প্রয়োজন আরো অনেক উদাহরণ প্রতিষ্ঠার। প্রয়োজন অণুগল্পের সদর দরজাটা আরেকটু খুলে দেওয়ার। সেই লক্ষ্যেই অনুগল্পের বেদীতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নিবেদিত হল।

আটজন গল্পকারের পাঁচটি করে অণুগল্প নিয়ে সেজে উঠেছে এই সংকলন। এবং প্রতিটি গল্পের সঙ্গেই আছে উপযুক্ত ইলাস্ট্রেশন। সম্পাদনা করেছি আমি। প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এটিই আমার প্রথম কাজ। বড়ো দায়িত্বও বটে। প্রবীণ-তরুণ, প্রতিষ্ঠিত-নবীন— সব লেখকই বিশ্বাস করে লেখা দিয়েছেন এই অর্বাচীনকে। কখনও কোনও শব্দ বা বাক্য বা যতি চিহ্নের ব্যবহার নিয়ে আমার আমার দ্বিমতের কথা জানালে মন দিয়ে শুনেছেন, প্রয়োজনে পরিবর্তন করছেন প্রায় পুরো গল্পই। এ যে কত বড়ো প্রাপ্তি বলে বোঝাতে পারব না। অলংকরণের ক্ষেত্রেও একই কথা বলা যায়। কোনও কোনও অলংকরণ একাধিকবার পাল্টালেও শিল্পীরা বিরক্ত হননি, হাসিমুখেই করেছেন। সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

এই সংকলনটির পরিকল্পনা শুরু করেছিলাম ২০২০ সালে। ইচ্ছে ছিল ২০২১-এর বইমেলায় প্রকাশ করার। কিন্তু প্যানডেমিকের কারণে ২০২১-এর বইমেলা স্থগিত হয়ে গেল, বেজে গেল ভোটের দামামা, আছড়ে পড়ল কোভিডের দ্বিতীয় ঢেউ। প্রত্যেকেই তখন ব্যস্ত হয়ে পড়ি নিজস্ব সমস্যায়, সমস্যা সমাধানের পথ অন্বেষণে অথবা শোকে। দুর্যোগ এখনও সম্পূর্ণ কেটে না গেলেও অনেক কমে গেছে বলা যায়। ২০২১-এর বইমেলার নৈবেদ্য না হয় ২০২২-এর বইমেলাতেই দেওয়া গেল। অবশ্য শাপে বরও হল, এই সংকলনে ধরা থাকল সেই দুর্যোগপূর্ণ সময়টাও।

লেখক: ভিসাগর, খালিদা খানুম, নাফিস আনোয়ার, ব্রতীন রায়, অভীক ভট্টাচার্য, মসম, রাজু দেবনাথ, রাকিবা সুলতানা
সম্পাদনা: মসম
প্রচ্ছদ: অভীক ভট্টাচার্য
প্রকাশক: তবুও প্রয়াস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top