‘কি’ এবং ‘কী’ — এর ব্যবহার।
১. ‘কি’ একটি প্রশ্নসূচক অব্যয়। হ্যাঁ বা না-তে উত্তর দেওয়া যাবে এমন ক্ষেত্রে ‘কি’-র ব্যবহার হবে। যেমন: আপনি কি ভাত খাবেন?, আপনি কি সঠিক সময়ে আসতে পারবেন?, আপনার কি এখন কাজ আছে?
২.ক) ‘কী’ একটি প্রশ্নসূচক সর্বনাম। হ্যাঁ বা না-তে এর উত্তর হবে না। যেমন: আপনি কী খাবেন? — এই প্রশ্নের উত্তরে ভাত, মুড়ি, রুটি যা খুশি বসতে পারে। উদাহরণ: কী ওটা?, তুমি কী করবে এখন?, কী বিষয় বলো তো?
খ) ‘কী’ আবার একটি বিস্ময়বোধক অব্যয়ও। যেমন: কী সুন্দর দৃশ্য! , কী মজা!
বি.দ্র.— প্রাচীন পদকর্তারা নির্বিচারে ‘কি’ ও ‘কী’ লিখতেন। রবীন্দ্রনাথই প্রথম ‘কি’ ও ‘কী’-র অর্থভেদের পক্ষে মত দেন। তবে এখনও বহু সাহিত্যিক একটা ‘কি’ লেখারই পক্ষপাতী।