পরপদে গাছ, পাখি ইত্যাদি থাকলে কীভাবে বসবে?
উপরিউক্ত শব্দগুলি পরপদে থাকলে তা প্রথম পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসবে না আলাদা বসবে তা নির্ভর করবে প্রথম শব্দটি ছোটো না বড়ো তার উপর।
১) যেমন: বটগাছ, আমগাছ, জামগাছ; কিন্তু নারকেল গাছ, জামরুল গাছ ইত্যাদি।
২) যেমন: উটপাখি, টিয়াপাখি; কিন্তু কাকাতুয়া পাখি, শালিখ পাখি ইত্যাদি।
শিক্ষক, সাহিত্যিক ভাষাবিদ। আদ্যোপান্ত বইয়ের সাথেই জুড়ে থাকা একজন সাহিত্যপ্রেমী। অনেক ছোট গল্প ও অনুগল্প সংকলন ওঁর অসামান্য কীর্তি।