টা, টি, খানি, গুলো, গুচ্ছ — ইত্যাদি কীভাবে বসবে?
এগুলিকে বলা হয় নির্দেশক (specifier)। এগুলি ব্যক্তি বা বস্তুর সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। একবচনের নির্দেশক— টি, টা, টুকু, টুকুন, খান, খানি, ইত্যাদি; বহুবচনের নির্দেশক— গুলি, গুলো, বৃন্দ, রাশি, গুচ্ছ, পুঞ্জ ইত্যাদি। নির্দেশক (দু-একটি ব্যতিক্রম ছাড়া) বিশেষ্যের শেষে বিশেষ্যের সঙ্গে সংযুক্ত হয়ে বসে। যেমন:
১) পাখিটি খাঁচা থেকে উড়ে গেল।
২) প্রত্যেকের ভালো গুণটা গ্রহণ করবে।
ক) বইগুলো গুছিয়ে রাখো।
খ) সদস্যবৃন্দ আলোচনা শেষ করে উঠলেন।
ব্যতিক্রম :
# খানদশেক রুটি সে নিমেষেই খেতে পারে।
[এখানে নির্দেশকটি (‘খান’) শব্দের শেষে সংযুক্ত হয়ে না বসে, শব্দের শুরুতে বসেছে।]