শব্দের সঙ্গে সংযুক্ত ‘কে’ এবং বিযুক্ত ‘কে’-এর ব্যবহার কেন জানতে হবে?
১) রামকে ডাকো? ( এখানে ‘কে’ হল বিভক্তি। বিভক্তিটি উক্ত নামপদের (‘রাম’) কারক নির্দেশ করছে। বাক্যটির অর্থ হল— রাম নামক ব্যক্তিকে ডাকো।
২) রাম কে ডাকো? (এখানে ‘কে’ কিন্তু প্রশ্নসূচক অব্যয়। বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে— বক্তা রামকে চেনেন না, তাকে ডাকতে বলছেন।)
[যদিও বাক্যটি লেখা উচিত এইভাবে— ‘কে রাম? ডাকো?’ বা নিতান্ত ‘রাম কে, ডাকো?’
৩) রামের সঙ্গে কে এল বাড়িতে? (এখানে আবার ‘কে’ হল প্রশ্নসূচক সর্বনাম। অর্থাৎ ‘কে’ এখানে একজন ব্যক্তি, যার পরিচয় জানতে চাওয়া হয়েছে।)
# এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে, ‘কে’-কে শব্দের সঙ্গে যুক্ত এবং বিযুক্ত করে লিখলে তার অর্থের তারতম্য ঘটছে। তাই এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
শিক্ষক, সাহিত্যিক ভাষাবিদ। আদ্যোপান্ত বইয়ের সাথেই জুড়ে থাকা একজন সাহিত্যপ্রেমী। অনেক ছোট গল্প ও অনুগল্প সংকলন ওঁর অসামান্য কীর্তি।