নিজের শব্দের প্রতিধ্বনি কেবল নিজে শুনুন: জানা অজানা, অসঙ্গতি

জানা অজানা: আমেরিকার তুলসা শহরে একটি অদ্ভুত রহস্যময় কারণ সহ একটি শাব্দিক অসঙ্গতি রয়েছে যেখানে নিজের শব্দের জোরালো প্রতিধ্বনি খুব কাছ থেকে শোনা যায়

জানা অজানা
Picture credit: atlasobscura.com

আমেরিকার তুলসা’র (Tulsa) উপকন্ঠে তথাকথিত ‘মহাবিশ্বের কেন্দ্রস্থল’ বলে পরিচিত একটি জায়গা রয়েছে। এই কেন্দ্রে ইটের একটি বড় বৃত্তের মাঝখানে একটি ছোট কংক্রিটের বৃত্ত দিয়ে চিহ্নিত জায়গা রয়েছে । বাইরে থেকে দেখার মতো তেমন কিছু নয়, তবে এর মজার ব্যাপারটি হল শোনার।

আপনি যদি ওই বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে একটি শব্দ করেন, তবে শব্দটি নিজস্ব ধ্বনির চেয়ে কয়েকগুণ বেশি জোরে প্রতিধ্বনিত হয়। এটি একেবারে যেন নিজস্ব Amplifier ইকো চেম্বারের মত।

আরও পড়ুন: রহস্যময় উত্তর সেন্টিনেল দ্বীপ, সর্বাপেক্ষা বিচ্ছিন্ন উপজাতির বাসভূমি

লোকজন বলেন, বৃত্তের কেন্দ্রের বাইরের লোকেরা এটি শুনতে পাবে না। বৃত্তের বাইরে থেকে শোনার সময় আপনার ভয়েস অত্যন্ত বিকৃত শোনায়। এটি একটি অবিশ্বাস্য বিষয় । এক কথায় বলতে গেলে আপনার কণ্ঠস্বর আপনি পরিষ্কার শুনতে পাবেন অথচ বাইরের কেউ শুনতে পাবে না। বৃত্তের মতো গোল এই অংশটিকে বলা হয় সেন্টার অফ ইউনিভার্স। বহু পরীক্ষা-নিরীক্ষার পরেও কোন বিজ্ঞানী আজ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে এরকম ইকো সিস্টেমের প্রকৃত কারণ কি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top