
আমরা জানব পৃথিবীর সবচেয়ে সরু নদী এবং জানব পৃথিবীর সবচেয়ে চওড়া নদী কোনটি । কোন জলধারাকে নদী বলতে গেলে কিছু আবশ্যিক বৈশিষ্ট দরকার। যেমন নদী বলতে সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট নদী পথ হয়ে প্রবাহ শেষে অন্য কোন নদী বা জলাশয়ে পতিত হয়। যদিও নদীর গঠন অনুযায়ী আমরা তাদের শাখানদী, উপনদী, নদ ইত্যাদি নামে ডেকে থাকি ।
1. পৃথিবীর সবচেয়ে চওড়া নদী : আমাজন

আমাজন হল পৃথিবীর সবচেয়ে চওড়া নদী। যখন গরমকালে নদীর জল কমে যায় তখনও আমাজনের অনেক এলাকা চওড়ায় প্রায় ১১ কিমি থাকে যেগুলি বর্ষায় প্রায় ৪০ কিলোমিটারে দাঁড়ায় । আমাজন নদীর জল নিঃসরণের পরিমাণে বিশ্বের বৃহত্তম নদী। আমাজন নদী সম্পর্কে কিছু আকর্ষণীয় অন্তর্দৃষ্টি দেওয়া হল নিচে।
আমাজন নদী দক্ষিণ আমেরিকার অনেক দেশ জুড়ে প্রবাহিত। আমাজন নদীর উৎস হল রিও আপুরিম্যাক, পেরুর আরেকুইপা অঞ্চলে অবস্থিত মিসমি পিক। সাম্প্রতিক অতীতে একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ-পশ্চিম পেরুর মান্তারো নদীই আমাজন নদীর প্রকৃত উৎস।
পৃথিবীর সমস্ত নদী একত্রে যত জল সমুদ্রে ঢালে, আমাজন একাই তার 20% বহন করে আটলান্টিক মহাসাগরে নিয়ে যায়। আমাজন নদীর জল নিষ্কাশনের পরিমাণ হল, আমাজনের পরবর্তী সাতটি বৃহত্তম স্বাধীন নদীর মিলিত পরিমাণের চেয়েও বেশি।
আমাজন নদীর অববাহিকা অনেক দক্ষিণ আমেরিকার দেশ যেমন ভেনিজুয়েলা, সুরিনাম, পেরু, গায়ানা, ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া এবং বলিভিয়ার অন্তর্ভুক্ত।
আমাজন নদীর অববাহিকার বেশিরভাগই রেনফরেস্ট দ্বারা আচ্ছাদিত যা পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট।
আরও পড়ুন: নিজের শব্দের প্রতিধ্বনি কেবল নিজে শুনুন অদ্ভুত
2. পৃথিবীর সবচেয়ে সরু নদী : হুয়ালাই

হুয়ালাই হল পৃথিবীর সবচেয়ে সরু নদী। মঙ্গোলিয়ার এই ছোট্ট নদী এক লাফেই পার হওয়া যায় । পৃথিবীর সবচেয়ে সরু নদী হিসেবে অফিসিয়াল স্বীকৃতি আছে যার। এর গড় প্রস্থ ১৫ সেন্টিমিটার। সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র ৪ সেন্টিমিটার চওড়া। তবে লম্বায় মোটেই ক্ষুদ্রতম নয়, পুরো দস্তুর ১৭ কিলোমিটার।
নদী হতে গেলে যেসব শর্ত মানতে হয়, সেগুলো মেনেই নদীর মর্যাদা পেয়েছে হুয়ালাই। এক লাফে পার হওয়া যায় বলে হুয়ালাইকে হেলাফেলা করা যাবে না । কারণ বিশেষজ্ঞদের মতে, ১০ হাজার বছর ধরে হুয়ালাইতে জলের প্রবাহ একই রকম আছে। মাটির তলায় থাকা একটি স্রোত থেকেই এ নদীর উৎপত্তি। এরপর থেকে কখনই এর প্রবাহ বন্ধ হয়নি। অর্থাৎ নদী শুকিয়েও যায়নি। নদীর জল এঁকে বেঁকে গিয়ে পড়েছে হেক্সিগট্যান গ্রাসল্যান্ড নেচার রিজার্ভের দালাই নুর লেকে।
সারাবছরই এই হুয়ালাই নদীতে স্রোত থাকে। গভীরতা গড়পড়তায় ৫০ সেন্টিমিটার হলেও এর জল কিন্তু একদম স্বচ্ছ। যা দিয়ে আশপাশে সেচের কাজ তো হয়ই, বন্য প্রাণীরাও আসে নদীতে তৃষ্ণা মেটাতে।