অভয়া মা
পলাশ পোদ্দার সতীত্ব খর্ব করে – অসাড় মাতৃত্বআমি কখনো চাইনি।তাই তোমাদের ভাবনা –আমার ভাবনায় স্থান পায়না বলেইআমাকে কলঙ্কিত করতে –তোমাদের আয়োজনের কোনো ত্রুটি নেই। রক্তের দাগ মুছে রামধনুর ছটায় –রাঙাতে যখনই গেছি কাঞ্চনজঙ্ঘায়,কিংবা কোনো গাঁয়ের মেয়ে নির্জন পথেহারায়ে লজ্জা – ভীষন রক্তাক্ত দেহেঅর্ধমৃত হয়ে পড়ে আছে।যখনই গেছি তার কাছেদেখে আমার দেহে –তার দেহের রক্ত চিহ্ন […]