একতাই বল : একটি নীতিশিক্ষামূলক গল্প

একতাই বল : একটি নীতিশিক্ষামূলক গল্প
দশের লাঠি একের বোঝা

এক কৃষকের চারটি ছেলে ছিল। ছেলেগুলি একে অপরের প্রতি সহনশীল ছিল না। সারাক্ষণই তাদের মধ্যে ঝগড়া, মারপিট লেগেই থাকতো। এইজন্য কৃষক খুবই দুঃখ পেতেন। কিছুতেই তিনি ছেলেদের মধ্যে সদ্ভাব আনতে পারছিলেন না।

এরপর একদিন তিনি কয়েকটি লাঠি একত্রিত করে আঁটি বেঁধে এনে চার ছেলের হাতে দিয়ে বললেন : এই লাঠির গোছাটি ভাঙ তো দেখি?

একে একে তার সবাই চেষ্টা করে দেখল কিন্তু কেউই তা ভাঙতে পারল না। কৃষক তখন গোছা থেকে লাঠি গুলি পৃথক করে এক একটি করে ছেলেদের হাতে দিয়ে বললেন, এবার ভাঙতে পার কি দেখ তো?

আরও পড়ুন: ছোট্ট নীল জেলে ও তার সমব্যাথী মন

তারা এক একটি তুলে নিয়ে দুহাত লাঠি সহজেই ভেঙে ফেলল।

কৃষক তখন তার ছেলেদের বুঝিয়ে বললেন, দেখো চিন্তা করে, মিলেমিশে একসাথে থাকলে তোমরা কত কিছু করতে সমর্থ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবেনা। কিন্তু ঝগড়াঝাঁটি করে সবাই যদি ভিন্ন ভিন্ন পথ ধরো, তাহলে এককভাবে শত্রুর মোকাবিলায় সহজেই ঘায়েল হয়ে যাবে।

শিক্ষা: একতাই বল অর্থাৎ ঐক্যবদ্ধভাবে থাকার মধ্যেই আমাদের শক্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top